Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিতে জঙ্গি হামলায় ৫৪ সেনা সদস্যের মৃত্যু


২ নভেম্বর ২০১৯ ১৫:৪৮

পশ্চিম আফ্রিকার মালিতে জঙ্গি হামলায় ৫৪ সেনা সদস্য মারা গেছে। শুক্রবার (১ নভেম্বর) মালির উত্তরাঞ্চলের মেনাকা এলাকার একটি সেনা পোস্টে জঙ্গিদের হামলায় এ ঘটনা ঘটে। মালির সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার সেনাবাহিনীগুলোর ওপরে চালানো ভয়াবহতম আক্রমণ এটি। সেপ্টেম্বর থেকেই সশস্ত্র জিহাদী গ্রুপ এই অঞ্চলে তাদের কার্যক্রম বাড়াতে থাকে। দুই মাসের মাথায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

সরকারি মুখপাত্র ইয়াইয়া সাংগ্রে শনিবার (২ নভেম্বর) এক টুইটার বার্তায় জানান, এই হামলার পর ৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।

ধারনা করা হচ্ছে, হামলাকারী জঙ্গিগোষ্ঠীর সাথে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আল কায়েদা ও ইসলামিক স্টেটের যোগসাজশ রয়েছে।

এর আগে, সেপ্টেম্বরের ৩০ তারিখ জঙ্গিগোষ্ঠীর হামলায় মালির ৩০ জন সেনা সদস্য মারা গিয়েছিলেন।

জঙ্গি পশ্চিম আফ্রিকা মালি মৃত্যু সেনাবাহিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর