বিদেশ পাঠানোর মতো খারাপ অবস্থান হয়নি খালেদার: কাদের
২ নভেম্বর ২০১৯ ১৫:২৬ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১৮:৪৮
নারায়ণগঞ্জ: খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, তার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে।
শনিবার (২ নভেম্বর) নতুন সড়ক পরিবহন নিরাপত্তা আইন বাস্তবায়ন পরিদর্শনকালে কাদের এসব কথা বলেন। এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিদর্শন করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এবং সুচিকিৎসা পাচ্ছেন।
খালেদার জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল নেই বলেও দাবি করেন কাদের।
সরকারের চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে কাদের বলেন, এরইমধ্যে জেলা পর্যায়ে ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু মাদক ব্যবসায়ী সন্ত্রাসী-চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা জানান কাদের। তিনি বলেন, সড়ক পরিবহন আইন কার্যকর করার জন্য সারাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।