বিধিমালা প্রণয়নের আগে আইনের প্রয়োগ চায় না মালিক সমিতি
২ নভেম্বর ২০১৯ ১৩:৩৬
ঢাকা: মোটা অঙ্কের জরিমানা পরিবহন খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে সড়ক পরিবহন মালিক সমিতি। আর বিধিমালা প্রণয়ন ছাড়া এ আইন স্বয়ংসম্পূর্ণতা পাবে না। শিগগিরই বিধিমালা চূড়ান্ত করা প্রয়োজন বলে মন্তব্য পরিবহন সমিতির।
শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন নেতারা।
সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্য বলেন, ‘এ আইনে মালিক-শ্রমিকরা যেন অকারণে হয়রানির শিকার না হন এবং আইনের অপপ্রয়োগ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
রাঙ্গাঁ আরও বলেন, ‘আইনের বিধিমালা চূড়ান্ত হয়নি। বিধিমালা প্রণয়নের আগে আইনটির প্রয়োগ করে সাজা দিতে গেলে জটিলতা তৈরি হবে। এ জন্য আগে বিধিমালা প্রণয়ন করে তবেই আইনের প্রয়োগের দিক বিবেচনায় নিতে হবে। তা না হলে এ আইন স্বয়ংসম্পূর্ণতা পাবে না।’
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘মোটা অঙ্কের জরিমানা পরিবহন খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। তবে এ আইনে অনেক ভালো দিক আছে। কিন্তু দেশে পর্যাপ্ত চালক তৈরির আগে চালকের কঠোর শাস্তি দেওয়া ঠিক হবে না।’