Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল বিভাগে আ.লীগে অনুপ্রবেশকারী যারা


২ নভেম্বর ২০১৯ ১২:২৭ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১২:৪৬

ঢাকা: গত কয়েকবছরে আওয়ামী লীগে অন্য দলগুলো থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দলটি। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের তালিকাও তৈরি করে হস্তান্তর করা হয়েছে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই তালিকায় বরিশাল বিভাগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী কারা, তার একটি তালিকা এসেছে সারাবাংলার হাতে।

আারও পড়ুন- রংপুর বিভাগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী যারা

তালিকায় দেখা যায়, বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে গত কয়েকবছরে অনুপ্রবেশ করেছে ৫৯৫ জন। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসব নেতার অনুপ্রবেশ ঘটেছে টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকা দলটিতে।

আরও পড়ুন- ৫০০০ অনুপ্রবেশকারীর তালিকা প্রস্তুত, হস্তান্তর সন্ধ্যায়

অনুপ্রবেশকারীদের যে তালিকা রয়েছে, তাতে নাম-ঠিকানা ছাড়াও বর্তমান পদবী ও আওয়ামী লীগে যোগদান করার আগে কোন রাজনৈতিক দল করতেন, সেসব তথ্য উল্লেখ করা হয়েছে। এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে তালিকায়।

বরিশাল বিভাগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের পূর্ণ তালিকা দেখুন এখানে।

অনুপ্রবেশকারী আওয়ামী লীগ বরিশাল বিভাগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর