কিশোর আলোর অনুষ্ঠানে শিক্ষার্থীর মৃত্যু: থানায় অপমৃত্যুর মামলা
২ নভেম্বর ২০১৯ ১১:৫৮ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১২:১১
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা।
শুক্রবার (১ নভেম্বর) রাতেই রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।
আরও পড়ুন- আবরারকে মহাখালীতে হাসপাতালে নেওয়া হলো কেন, প্রশ্ন সহপাঠীদের
শনিবার (২ নভেম্বর) সকালে ওসি সারাবাংলাকে বলেন, শুক্রবার রাতেই নাঈমুল আবরারের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মামলার কার্যক্রম দ্রুতই শুরু করা হবে। ঘটনার সময়কার যত সিসিটিভি ফুটেজ আছে, সব চেক করা হবে।
ময়নাতদন্ত ছাড়াই আবরারের লাশ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আবরারের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। সে কারণেই ময়নাতদন্ত না করেই তার লাশটি হস্তান্তর করেছি।
আরও পড়ুন- কিশোর আলোর আনন্দ আয়োজনে লাশ হয়ে ফিরলো আবরার
শুক্রবার কিশোরদের ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার (১৫)। সে নবম শ্রেণির (দিবা) ‘গ’ শাখার শিক্ষার্থী ছিল। তার কলেজ নম্বর ৮৭১২।
আবরারের সহপাঠীসহ অভিভাবকদের অভিযোগ, আবরার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত চিকিৎসা দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ তাকে আশপাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দ্রুত চিকিৎসা দেওয়া হলে আবরারকে এ পরিণতি নাও বরণ করতে হতে পারত।
এ ঘটনা আজ শনিবার সকাল থেকেই রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-অভিভাবকরা।
কিশোর আলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট