বাগেরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
১ নভেম্বর ২০১৯ ২০:১২
বাগেরহাট: বাগেরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খানপুর হাফেজিয়া মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। এরা হলো— ওই মাদরাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন লুবনা আক্তার (৯)।
আশিকুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি পরিবার নিয়ে মাদরাসাতেই বসবাস করেন। লুবনার বাবার নাম রবিউল ইসলাম। রূপসা থেকে লুবনা খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে দুই শিশু মাদরাসার পুকুরে গোসল করতে নেমেছিল। লুবনা সাঁতার জানতো না। প্রথমে সে ডুবে যায়। মিম তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।