Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে শিল্পপতির ফ্ল্যাটে ২ জনকে গলা কেটে হত্যা


১ নভেম্বর ২০১৯ ১৯:৫২ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ০৯:৩৫

ঢাকা:  রাজধানীর ধানমন্ডিতে এক শিল্পপতির ফ্ল্যাট থেকে তার শাশুড়ি ও বাসার গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুজন হলেন ক্রিয়েটিভ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ওই ভবনে মনিরের চারটি ফ্ল্যাট রয়েছে। এর একটি ফ্ল্যাটে আফরোজা ও তার গৃহকর্মী দিতি থাকতেন।’

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ভবনের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত চলছে।

গলা কেটে হত্যা ধানমন্ডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর