ভারতের ঝাড়খণ্ডে ভোট-গ্রহণ হবে পাঁচ ধাপে, তফসিল ঘোষণা
১ নভেম্বর ২০১৯ ১৯:১৩ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৯:১৯
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করলো দেশটির নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় হবে ভোট-গ্রহণ। ২৩ ডিসেম্বর হবে ফল ঘোষণা। খবর এনডিটিভি।
শুক্রবার (১ নভেম্বর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা এ তফসিল ঘোষণা করেন।
এক সংবাদ সম্মেলনে সুনীল আরোরা জানান, প্রথম দফার ৩০ নভেম্বর ভোট-গ্রহণের পর ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার ভোট-গ্রহণ। তৃতীয় দফার ভোট-গ্রহণ হবে ১২ ডিসেম্বর, চতুর্থ দফার ১৬ ডিসেম্বর এবং পঞ্চম দফার ভোট-গ্রহণ হবে ২০ ডিসেম্বর। ভোট গণনার শেষ দিন ২৩ ডিসেম্বর। ওই দিন ঘোষণা করা হবে ফলাফল।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভার ৮১টি আসন রয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনই হবে এ বছরে ভারতে শেষ বিধানসভা নির্বাচন।
এর আগে, ২০১৪ সালে বিধানসভা নির্বাচন হয়েছিলো এ রাজ্যে। ওই নির্বাচনে ৩৫ টি আসন পায় বিজেপি। ‘অল ঝাড়খণ্ড স্টুডেন্ট’স ইউনিয়ন (এজেএসইউ)’-এর সঙ্গে জোট বেধে সরকার গঠন করে দলটি। এজেএসইউ ওই নির্বাচনে ১৭টি আসন পায়। রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস।