Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু


১ নভেম্বর ২০১৯ ১৬:২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়খালি এলাকায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রুবেল হোসেনের বাড়ি তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরপুর গ্রামে। তার বাবার নাম আলতাফ হোসেন। রুবেল বগুড়া হাইওয়ে পুলিশে কাজ করতেন। রুবেলের স্বজনরা জানিয়েছেন, তিনি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। দুপুরে বেড়াতে বের হয়ে রুবেল দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহনাজ পারভীন সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর