Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৌতিক পূজা


১ নভেম্বর ২০১৯ ১৬:৩১

বাংলায় সেভাবে ভৌতিক ঘরনার সিনেমা নির্মিত হয়না। হাতে গোনা যে কয়েকটি ভৌতিক সিনেমা নির্মিত হয়েছে সেগুলো মানসম্পন্ন না হওয়ায়  আলোচনায় আসেনি। বরং সমালোচিত হয়েছে।

এই বাস্তবতায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জ্বীন’ নামের ভৌতিক সিনেমা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে। ছবির পরিচালক নাদের চৌধুরী এমন তথ্য নিশ্চিত করেছেন।

ছবিতে অভিনয় করেছেন সজল, পূজা চেরী, জিয়াউল রোশান ও মুন। মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে হ্যালোইনে প্রকাশ করা হয় ছবির মোশন পোস্টার। মোশন পোস্টারে দেখানো হয়, পূজার ভেতর জ্বীন ভর করেছে। যার কারণে তার চুল এলোমেলো, লম্বা নখ আর চোখ সাদা হয়ে গেছে। ভূতের কথা মনে পড়লেই যেমন ছবি চোখের সামনে ভেসে ওঠে ঠিক তেমন।

পরিচালক সূত্রে জানা গেছে, এটি একটি সাইকো থ্রিলার ছবি। সত্য ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়েছে। জ্বীন ভর করাকে কেন্দ্র করে নানারকম ঘটনা ঘটতে থাকে, যা দর্শককে ভয়ের রাজ্যে নিয়ে যাবে। ছবির গানের দৃশ্য ছাড়া বাকিসব অংশের শুটিং শেষ।

এদিকে ছবির মোশন পোস্টার পড়েছে সমালোচনার মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তেব্য করেছেন, পোস্টার আরও ভালো হতে পারত। ভৌতিক ঘরানার ছবির এমন মোশন পোস্টার মানানসই নয়।

জ্বীন পূজা মোশন পোস্টার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর