Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ১৩ জন


১ নভেম্বর ২০১৯ ০০:২৬

ঢাকা: বাংলাদেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১ নভেম্বর)। রাজধানীর পাঁচটি এবং রাজশাহী ও চট্টগ্রামের আরও চারটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন মোট ২৫ হাজার ১১৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ ও বেসরকারিতে এক হাজার ৩৫০ আসন থাকায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জনেরও বেশি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হয়ে একঘণ্টা চলবে পরীক্ষা। ১০০ নম্বরের এই পরীক্ষায় ১০০টি বহুনির্বচনী (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হবে।

পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

রাজধানীর তেজগাঁও কলেজ, মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দু’টি কেন্দ্রের পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ৭৪৫ জন। বাকি ৭ হাজার ৩৭১ জন অংশ নেবেন রাজশাহী ও চট্টগ্রামের চার কেন্দ্রে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবীব জানান, এবার সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ট্রেজারি বেঞ্চে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশি পাহারায় জিপিআরএস মনিটরিং ও কঠোর নিরাপত্তার মাধ্যমে পাঠানো হয়েছে প্রশ্ন। আর রাজধানীর কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো হবে শুক্রবার সকালে।

এবার একটি ডেন্টাল কলেজ ও আটটি ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ১১৬। এছাড়া বেসরকারি পর্যায়ে ২৫টি ডেন্টাল কলেজ/ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৩৫০টি। ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রণীত জাতীয় মেধাতালিকার ভিত্তিতে প্রথমে সরকারি ও পরে বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞাপন

টপ নিউজ ডেন্টাল ডেন্টাল ভর্তি পরীক্ষা বিডিএস ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর