অবিলম্বে নতুন নির্বাচন দাবি ফখরুলের
৩১ অক্টোবর ২০১৯ ২৩:১৪
ঢাকা: অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, এখন যেটা সবচেয়ে আমাদের বড় প্রয়োজন সেই প্রয়োজনটা এই সরকারকে সরাতে হবে এবং এই সরকারকে সরাতে হলে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, এই দেশে যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে জিয়াউর রহমান বাকস্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য, সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে ঐক্য সৃষ্টি করেছি, সেই ঐক্যকে অটুট রেখে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে।
সবাই এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এটা শুধু বিএনপি’র সমস্যা নয় বা গণফোরামের সমস্যা নয় বা জেএসডির সমস্যা নয়। এই সমস্যা সমস্ত বাংলাদেশের মানুষের। আজকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণরায়ের মাধ্যমে এদেরকে পরাজিত করা ছাড়া বিকল্প নেই।
‘সেই জন্য আমরা বারবার করে বলেছি। অবিলম্বে নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার তৈরি করতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলতে চায় এটা বিএনপি’র সংকট। আসলে এই সংকটটা জাতির সংকট। পুরো বাংলাদেশের সংকট। আমরা ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি। আমাদের সামনে একটাই স্বপ্ন ছিল, যে একটা গণতান্ত্রিক সমাজে বাস করব। আমাদের সামনের স্বপ্ন ছিল একটা সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণময় বাংলাদেশ আমরা নির্মাণ করব। আজকে প্রায় ৫০ বছর হতে চললো আমরা সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আমরা অত্যন্ত বেদনা, কষ্ট, দুঃখের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে আমরা দেখছি মুক্তিযুদ্ধের চেতনা ছিল সেই গণতান্ত্রিক চেতনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিস্যাৎ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন ভেঙে খানখান করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যে নেত্রী সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং এখনো তিনি ১৯ মাস ধরে কারাগারে রয়েছেন। বিনা কারণে অন্যায়ভাবে, বেআইনিভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। শুধু তাই নয় তার স্বাস্থ্য এত খারাপ, তার অসুখ এত বেড়েছে সেটাকে গোপন করছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে, তার শরীর এত খারাপ হয়েছে যে তিনি এখন নিজে উঠে দাঁড়াতে পারেন না। তিনি চেয়ারে ঠিকমত বসতে পারেন না। নিজে খাবার খেতে পারেন না। আর তারা বলছে তার স্বাস্থ্যের অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে। উদ্দেশ্য হচ্ছে তাকে জেলের ভেতর মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তাদের সামনে সেই প্রতিবন্ধকতাকে সরিয়ে দেওয়া।
জেএসডি সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ।