নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই গোয়েন্দা পুলিশের মৃত্যু
৩১ অক্টোবর ২০১৯ ২২:৩৩
নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) বাশির ও কনস্টেবল মুনির।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার আব্দুল মান্নান দুই ডিবি সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।