সেনাবাহিনীকে ব্যঙ্গ করায় মিয়ানমারে ৫ কবির জেল
৩১ অক্টোবর ২০১৯ ২২:১৮ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৪:১৯
মিয়ানমারের সেনাদের ব্যঙ্গবিদ্রূপ করে নাচ-কবিতা-হাস্যরসের আসর বসিয়েছিল পিকক জেনারেশন নামে কবিদের একটি দল। এই অপরাধে কবিদলের সদস্যদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ইয়াঙ্গুনের একটি আদালত। খবর বিবিসির।
দণ্ডপ্রাপ্ত কবিদের এ বছর এপ্রিলে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন, কে কাহিন তুন, জে ইয়ার লুইন, পিয়াং পিয়ো মিন, পিয়াং ইয়ে তু এবং জো লিন হাতু। ফেসবুকে আয়োজনটি সরাসরি সম্প্রচার করায় ৩ জনকে দেওয়া হয়ে বাড়তি জেল।
মিয়ানমারের সংস্কৃতির অংশ ‘থানগিয়াট’ নামের ওই পরিবেশনায় পার্লামেন্টে সেনাদের ক্ষমতা ভাগাভাগির বিষয়ে বিদ্রূপ করা হয়েছে। সেনা পোশাক পরিহিত কুকুরকে তারা জনসমক্ষে প্রদর্শন করেন।
আদালত রায়ে বলেছেন, অভিযুক্তরা উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে এ কাজ করেছে তা স্পষ্ট। তবে আসামিরা নিজেদের ভুল স্বীকার না করে বরং জানিয়েছেন বিচারব্যবস্থার প্রতি তাদের আস্থা নেই।