Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


৩১ অক্টোবর ২০১৯ ২২:১২

ঢাকা: ‘সবুজ আন্দোলন’ শেরপুর জেলা শাখার উদ্যোগে জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শেরপুরে ফৌজিয়া মতিন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবুজ আন্দোলন’ গবেষণা সেলের ফেলো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন, ‘সবুজ আন্দোলন’ শেরপুর জেলা শাখার আহ্বায়ক সজীব চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সির আব্দুল মালেক, ফৌজিয়া মতিন স্কুলের প্রিন্সিপাল সাদি মোহাম্মদসহ স্থানীয় এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে বিশ্ব জলবায়ু সংকট মানবজীবনের জন্য হুমকি স্বরূপ। এই মুহূর্তে বাংলাদেশ জলবায় সংকটের জন্য দায়ী না হলেও ভুক্তভোগী দেশগুলোর মধ্যে অন্যতম। পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরকেই তা মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, আসুন আমার নিজেরা বাঁচি এবং আগামী প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা করে যাই। সেই সাথে দায়ী রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।

বৃক্ষরোপণ সবুজ আন্দোলন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর