Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষা প্রকল্পের আলোচনা


৩১ অক্টোবর ২০১৯ ২০:২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি-সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষা প্রকল্পের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের পরিচালক এহতেশামুল কাশেম খান।

আরও উপস্থিত ছিলেন, ইউনিসেফের ঢাকা ডিভিশনের ওয়াশ অফিসার মোহাম্মদ ফিরোজ আলম, ওয়াশ স্পেশালিষ্ট মোহাম্মদ শফিকুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রশীদ মজুমদার।

আরও ছিলেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, সচিব তাজুল ইসলামসহ অনেকে।

তারাবো পৌরসভা স্যানিটেশন ব্যবস্থা হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর