Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের বেদখল হওয়া ২০০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার


৩১ অক্টোবর ২০১৯ ১৭:১৫

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেদখল হওয়া ১৩ কাঠার বেশি জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাজিস্ট্রেট মো. জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে এই জমি উদ্ধার করা হয়।

জানা যায়, ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬ ,৮ ও ১০ প্লটের এই জমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দাফতরিক কাজে ব্যবহারের জন্য ৯৯ বছরের জন্য লিজ দেয়। পরবর্তীতে ১৯৮৯ সালের ২৬ জুন লিজ দলিল সম্পাদন হলেও বিভিন্ন সময়ে ভূমিদস্যুরা জায়গাটি বেআইনি ভাবে দখল করে রাখে। বিষয়টি উদ্ধারে দীর্ঘ চেষ্টার পর এবার উদ্ধার করা হয়েছে।

বিমান বাংলাদেশ সরকারি জমি উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর