হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসের অনিয়ম তদন্তে কমিটি গঠন
৩১ অক্টোবর ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৭:০৫
ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হ্যানয় দূতাবাসের বিভিন্ন অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে কমিটি পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে।’
এর আগে ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাসে ভুয়া ভাউচার দিয়ে সরকারি অর্থ তোলা, নিয়ম না মেনে নিয়োগ, কারসাজি করে মেডিকেল বিল হাতিয়ে নেওয়া, মালি-ক্লিনার-কেয়ারটেকার-গাড়ি-পেট্রলসহ নানা খাত থেকে অনিয়ম ও অনৈতিকভাবে অর্থ তুলে নেওয়ার মতো ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সারাবাংলা ডটনেট। ধারাবাহিক ওইসব প্রদিতবেদনে উঠে আসে রাষ্ট্রদূত সামিনা নাজের অনিয়ম ও অনৈতিক কাজের চিত্র। আর এ গুলো আমলে নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসের আর্থিক নিরীক্ষায় কোটি টাকারও বেশি আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রদূতের বাড়িভাড়া, চিকিৎসা ব্যয়, ভ্রমণ খরচসহ মোট ৩১টি খাতে এই অনিয়ম হয়েছে।
আরও পড়ুন:
ভুয়া বিলে টাকা নেন হ্যানয়ের রাষ্ট্রদূত সামিনা নাজ
হ্যানয়ের ঢাকা মিশনে দাঁত সারাতেই বছরে খরচ অর্ধকোটি টাকা
হ্যানয়ের ঢাকা মিশনের বাড়িভাড়ায় অনিয়ম, অর্ধকোটি টাকার ক্ষতি
অনিয়মের বাসা হ্যানয়ের ঢাকা মিশন
হ্যানয়ের ঢাকা মিশনে কোটি টাকার আর্থিক অনিয়ম
হ্যানয়ে কোটার গাড়ি বিক্রয় ৪ সাবেক রাষ্ট্রদূতের, সংকটে দূতাবাস