ডিএসসিসি কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতার
৩১ অক্টোবর ২০১৯ ১২:৫৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৫:১৬
ঢকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফয়জুল ইসলাম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। মঞ্জুকে গ্রেফতারের পর তার টিকাটুলির কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাব। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
র্যাবের এএসপি ফয়জুল ইসলাম বলেন, ‘ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’