টুইটারে রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ
৩১ অক্টোবর ২০১৯ ১০:৪২ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১২:৪৪
টুইটারে সকল ধরনের রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোর্সের একটি টুইটার বার্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
জ্যাক ডোর্সে তার টুইটার বার্তায় জানান, যদিও ইন্টারনেটভিত্তিক প্রচারনা সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী হয়ে উঠেছে তারপরও রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে এই শক্তি সবসময় সুফল বয়ে আনছে না।
এর আগে, সাইবার দুনিয়ায় টুইটারের প্রতিদ্বদন্দ্বি ফেসবুক তাদের প্লাটফর্মে সকল ধরনের রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ করেছিল।
এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ নির্বাচনের ক্যাম্পেইন ম্যনেজার ব্রাড প্রাস্কেল বলেছেন, এই নিষেধাজ্ঞা আর কিছুই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে দমানোর আরেকটি কৌশল।
অপরদিকে জো বাইডেনের নির্বাচনী শিবির থেকে বলা হয়েছে, বিজ্ঞাপন আর টাকা ছড়ানোর মাধ্যমে ভোটে জেতার যে নীল নকশা করা হয়েছিল, এই সাম্প্রতিক নিষেধাজ্ঞা সেই সম্ভাবনাকে প্রতিরোধ করবে।
টুইটারের এই নিষেধাজ্ঞা ২২ নভেম্বর থেকে কার্যকর হবে। ১৫ নভেম্বরে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছেন, গণতান্ত্রিক বাস্তবতায় কোনো প্রতিষ্ঠানই খবর বা রাজনীতিবিদদের কন্ঠরোধ করে দিক তা তিনি সমর্থন করেন না।
জ্যাক ডোর্সে টুইটার ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ ফেসবুক রাজনৈতিক প্রচারণা