Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদার স্বাস্থ‌্য খারাপ বলে সহানুভূতি আদায়ের চেষ্টায় বিএনপি’


৩০ অক্টোবর ২০১৯ ২২:২০ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ২২:৪৬

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির তথ্য গোপন করে তার স্বাস্থ্যের অবনতির কথা প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ‌্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রচার উপকমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রচার উপকমিটির উপসম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ‌্য নিয়েই আবর্তিত এবং বরাবরই তারা তার স্বাস্থ‌্য নিয়ে অপরাজনীতি করে আসছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ প্রশ্ন রাখেন, ‘তাদের (বিএনপি’র) কি খালেদা জিয়ার আর্থরাইটিসের ব‌্যথা অর্থাৎ পুরনো স্বাস্থ‌্য সমস‌্যা ছাড়া আর কোনো ইস‌্যু নেই?’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া যে দুর্নীতির দায়ে ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামি, সেটি গোপন করার চেষ্টা করে তার স্বাস্থ‌্য খারাপ বলে প্রচার করে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টায় লিপ্ত। এটি তাদের রাজনৈতিক দৈন‌্যেরই পরিচয়।’

দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব‌্যাহত থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘এ অভিযান যে অব‌্যাহত থাকবে, প্রধানমন্ত্রী তা গতকাল (মঙ্গলবার) বলেছেন। আমার মনে হয় না, এ ব‌্যাপারে আমার বাড়তি কিছু বলার প্রয়োজন আছে।’

বিজ্ঞাপন

খালেদা জিয়া ড. হাছান মাহমুদ বিএনপি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর