Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলার অভিযোগ


৩০ অক্টোবর ২০১৯ ১৯:০৭

রাঙ্গামাটি: পাহাড়ে পূর্ণ সায়ত্বশাসনের দাবিতে আন্দোলনরত প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউপিডিএফ দাবি করে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, বুধবার সকাল ৮টার দিকে জানং চাকমা, খোকন চাকমা ও লিটন চাকমাসহ ১১ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তবে ইউপিডিএফ সদস্যরা নিরাপদে সরে যেতে সক্ষম হয়। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের পালিয়ে যেতে সাহায্য করে।

এ প্রসঙ্গে বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ইউপিডিএফ (প্রসিত খীসা) ও জনসংহতি সমিতি (এমএন লারমা) দলের লোকেরা সংঘর্ষে জড়িয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউপিডিএফ বাঘাইছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর