Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ফিরে আসবে দ্রুত, পূর্ণ ফর্ম নিয়েই খেলবে: ফখরুল


৩০ অক্টোবর ২০১৯ ১৪:৩৭

ঢাকা: আইসিসির নিষেধাজ্ঞায় এক বছরের জন্য ক্রিকেটের বাইরে চলে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য শুভকামনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সাকিব ফিরে আসবে দ্রুত এবং সে তার পূর্ণ ফর্ম নিয়েই খেলবে।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শুভকামনা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ টিমের জন্য সাকিব আল হাসান অবিচ্ছেদ্য অংশ। দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের একটা ঘটনা ঘটে গেল। আমরা আশা করব, এ ধরনের ঘটনা আর ঘটবে না। গোটা দেশের মানুষ, যারা ক্রিকেট ভালোবাসে, নিঃসন্দেহে তারা সবাই ব্যথিত। কারণ, তাদের সবচেয়ে ভালো প্লেয়ার এক বছর খেলতে পারবেন না।’

‘এর জন্য ক্রিকেট ম্যানেজমেন্ট দায়ী। এখানে অনেক রকম সমস্যা আছে। বুকি-টুকি আছে না? এগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক থাকবে। সাকিব যে খুবই প্রমিজিং প্লেয়ার, নাম্বার ওয়ান অলরাউন্ডার। জানি না এ ধরনের কোনো কিছি আছে কী না? আমরা আশা করব, সে ধরনের কোনো কিছু ঘটবে না। এটাও আশা করব সাকিব ফিরে আসবে দ্রুত এবং সে তার পূর্ণ ফর্ম নিয়েই খেলবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগারওয়াল নামে যে ব্যক্তি সাবিককে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিল, আইসিসির নোটিশে সে ব্যক্তির নাম নেই। এ ঘটনার মধ্যে আইসিসির কোনো ষড়যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন কী না?— এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আপনাদের নিশ্চয়ই একটা ইঙ্গিত দিয়েছি আমি। এ ধরনের বিষয়গুলোতে অনেক ধরনের চক্রান্ত থাকে, ষড়যন্ত্র থাকে। একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়কে বিপদগ্রস্থ করার ব্যাপার থাকে।’

বিজ্ঞাপন

‘সেটি হয়তো তদন্তের মধ্যে বেরিয়ে আসবে। এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলতে চাই না। কারণ, আমার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। কিন্তু ক্রিকেটে এ ধরনের ঘটনা ঘটে’— বলেন বিএনপির মহাসচিব।

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অস্থিরতা চলছিল। সাকিবের ঘটনা সেই অস্থিরতা প্রতিফলন কী না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো গোটা শাসন ব্যবস্থার প্রতিফলন। সরকার যেভাবে চালাচ্ছে, তাতে তো জবাবদিহিতার কিছু নেই। প্রত্যেকটা ফেডারেশন মানি আর্নিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। কী করে অর্থ উপার্জন করবে, সেদিকেই ব্যস্ত থাকে তারা, তাও আবার দুর্নীতির মাধ্যমে।‘

মির্জা ফখরুল বলেন, ‘চিন্তা করে দেখুন- প্রতিটি ক্লাব ক্যাসিনো চালায়। ফেডারেশন জানত না? জাতীয় ক্রীড়া পরিষদ জানত না? ক্রীড়া প্রতিমন্ত্রী জানত তা? ফুটবল ফেডারেশন জানে না? তাহলে এতদিন এটা কীভাবে চলল। অর্থাৎ সরকার ব্যর্থ, কমপ্লিটলি ব্যর্থ। দুঃশাসনর ছাড়া ওদের আর কোনো সুশাসন নেই। সুশাসনের অভাবে এগেুলো ঘটছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জেবা খান, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু প্রমুখ।

টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর