Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানি সরবরাহ ও স্যানিটেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এআইআইবি


৩০ অক্টোবর ২০১৯ ১৪:০৭

ঢাকা: শহরাঞ্চলে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ১০ কোটি ডলার (প্রায় ৮৪০ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়া একই প্রকল্পে সমপরিমাণ ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। ঋণের এই অর্থে ৩০টি পৌরসভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় ৬ লাখ নাগরিক উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একটি ঋণচুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্ব ব্যাংকের আইডিএ মার্চি মিয়াং টেম্বন।

বিজ্ঞাপন

এ সময় মনোয়ার আহমেদ বলেন, ‘বাংলাদেশ পানি সরবরাহ ও স্যানিটেশনে পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় ভালো করছে। আর এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ইতিবাচক প্রভাব পড়বে। পৌরসভাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। প্রকল্পটি যাতে সময় মতো বাস্তবায়ন হয় সেজন্য মনিটরিং অব্যাহত রাখতে হবে। স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয়ে আমরা সবসময়ই সচেষ্ট রয়েছি।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘দেশের ১৮৪টি পৌরসভার ওপর স্টাডি করা হয়েছে। সেখান থেকে ৫০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য প্রকল্প প্রস্তাব করা হলে উন্নয়ন সহযোগী এবং আমরা মিলে ৩০টি পৌরসভা নির্ধারণ করেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাইপের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি টিউবওয়েল এবং প্রয়োজনে অন্যভাবে পানি সরবরাহ করা হবে।’

মার্চি মিয়াং টেম্বন বলেন, ‘প্রকল্পটির মাধ্যমে ছোট শহর ও যেসব শহরে বস্তি রয়েছে সেখানকার অধিবাসীদের পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। এছাড়া ড্রেন উন্নয়ন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থারও উন্নয়ন করা হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করায় মহিলাদের পানি সংগ্রহ সহজ হবে। শিশুরা পানিবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবে। ফলে তাদের স্কুলে উপস্থিতি নিশ্চিত হবে। তাছাড়া এসডিজির ছয় নম্বর গোল বাস্তবায়নে সহায়তা করবে প্রকল্পটি।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় মূল কার্যক্রম হচ্ছে নির্ধারিত ৩০টি পৌরসভায় সুপেয় পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা স্থাপন এবং পৌরসভাগুলোতে সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ২০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার; যা স্থানীয় মুদ্রায় ১ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণের বাইরে এআইআইবি ঋণ দেবে ১০ কোটি ডলার এবং সরকারের নিজস্ব তহবিল থেকে বাকি ৯৫ লাখ ডলার ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের ঋণের ছাড়কৃত অর্থেও ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ঋণের অর্থ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। প্রকল্পটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে অনুষ্ঠানে জানানো হয়।

পানি সরবরাহ বিশ্বব্যাংক স্যানিটেশন প্রকল্প

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর