এক ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে হোয়াটসঅ্যাপ
৩০ অক্টোবর ২০১৯ ১২:১৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৩:৪২
ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সার্ভিস হোয়াটঅ্যাপ গোপন নজরদারির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অন্যান্যদের ব্যাপারে গোপনে নজরদারি করার অভিযোগ আনে হোয়াটসঅ্যাপ। খবর টেক্সপ্লোর।
ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা এই মামলার অভিযোগপত্রে হোয়াটসঅ্যাপ উল্লেখ করে, এনএসও নামের ওই প্রযুক্তি প্রতিষ্ঠান ১,৪০০ টি ডিভাইসে তথ্য চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেছে। তারা সবাই হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিস ব্যবহারকারী।
যদিও, এনএসও গ্রুপ তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করছে।
এ ব্যাপারে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট বলেছেন, একটি তদন্তে সাইবার অ্যাটাকের ব্যাপারে ওই ইসরায়েলি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া সাপেক্ষেই তাদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাথকার্ট এক টুইটার বার্তায় বলেছেন, ‘এনএসও গ্রুপ বলছে তারা সরকারকে সহায়তা করার জন্য কাজ করেছে। কিন্তু আমরা একশরও অধিক সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অন্যান্যদের অ্যাকাউন্টে গত মে মাসে সাইবার হামলার প্রমাণ পেয়েছি। এই অপব্যবহার বন্ধ হওয়া দরকার’।
ওই মামলার বিবরণীতে বলা হয়েছে, পেগাসাস নামের একটি সফটওয়্যার তৈরি করার মাধ্যমে তারা টার্গেটকৃত ব্যবহারকারীদের এন্ড্রোয়েড, আইওএস এবং ব্লাকবেরি ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।