Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে যুক্তরাজ্যে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন


৩০ অক্টোবর ২০১৯ ১১:১২

যুক্তরাজ্যে ব্রেক্সিটকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের প্রস্তাব দেন। অবশেষে এমপিদের ভোটে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। খবর বিবিসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হাউজ অব কমন্সের সামনে উত্থাপিত আগাম নির্বাচনের প্রস্তাবটি ৪৩৮-২০ ভোটে পাস হয়েছে। ১৯২৩ সালের পর থেকে যুক্তরাজ্যে এই প্রথম এরকম একটি আগাম নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৮ অক্টোবর) হাউজ অব কমন্সের সামনে আরও একবার এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সে সময় এই প্রস্তাবের পক্ষে ২৯৯ ভোট, বিপক্ষে ৭০ ভোট পড়েছিল আর ভোটদান থেকে বিরত ছিল ২৭২ জন এমপি।

এই সপ্তাহের শেষে, এমপিদের ভোটে পাস হওয়া এই বিলটি হাউজ অব লর্ডসের সামনে উত্থাপন করা হবে। সেখান থেকে এই বিলটি পাস হলেই ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেক্ষেত্রে, নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীরা ৫ সপ্তাহের মতো সময় পাবেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিট এবং যুক্তরাজ্যের ভবিষ্যতের ব্যাপারে জনগণ অবশ্যই একটি মতামত দেবে।

১২ ডিসেম্বর বরিস জনসন ব্রেক্সিট যুক্তরাজ্য সাধারণ নির্বাচন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর