প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হলেন মফিজুল ইসলাম
৩০ অক্টোবর ২০১৯ ০২:৩২ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২৩:০৯
ঢাকা: সাবেক বাণিজ্য সচিব মফিজুল ইসলামকে তিন বছর মেয়াদে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাণিজ্য সচিব জাফর উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছেন সিনিয়র সচিব মফিজুল ইসলাম। তার অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিত বা বাতিলের শর্তে প্রতিযোগিতা আইন অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন পদে সরকারের সিনিয়র সচিব ও বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।
সম্প্রতি অবসরে গিয়েছিলেন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম। তার স্থলে নিয়োগ পেয়েছেন জাফর উদ্দীন।
প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম সাবেক বাণিজ্য সচিব