যুক্তরাজ্যে আগাম নির্বাচনে বিরোধী লেবারদের সমর্থন
২৯ অক্টোবর ২০১৯ ২১:৪৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২২:৩৮
ব্রেক্সিট কার্যকরের সময়সীমা আরও তিনমাস বাড়ানোয় যুক্তরাজ্যে আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিরোধীদল লেবার পার্টি জানিয়েছে, চুক্তিহীন ব্রেক্সিট আপাতত বাতিল হওয়ায় তারা খুশি। তাই বরিস জাতীয় নির্বাচনের ডাক দিলে তারা সে প্রস্তাবে সমর্থন দিবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
বরিস আগেও আগাম নির্বাচনের প্রস্তাব তুলেছিলেন তবে এমপিরা তার প্রস্তাবের পক্ষে ভোট দেননি। এবার বিরোধী নেতা করবিন বলছেন, তার দল নির্বাচনি ক্যাম্পেইনের জন্য প্রস্তুত।
আগামী ১২ ডিসেম্বর হতে পারে নির্বাচনের সম্ভাব্য দিন। এমপিরা এ বিষয়ে পার্লামেন্টে বিতর্ক করছেন। প্রস্তাবটি পাস হতে হলে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন প্রয়োজন।
এদিকে স্কটিশ ন্যাশনাল পার্টি ও লিবারেল ডেমোক্রেটসরা জানিয়েছেন তারা ১২ তারিখের পরিবর্তে তারা ৯ ডিসেম্বর নির্বাচনের দিন চাইছেন।
লেবার নেতা রিচার্ড বার্গন জানিয়েছেন আগামী ক্রিসমাসের পূর্বেই তারা বরিসকে দায়িত্ব থেকে বিদায় করতে চান। যদিও দলটি তাদের কাঙ্ক্ষিত ভোটের দিন-তারিখ জানায়নি।