Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের প্রধানমন্ত্রী


২৯ অক্টোবর ২০১৯ ২০:৪৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২৩:৫৬

দেশব্যাপী তীব্র আন্দোলনের মুখে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। দুর্নীতি, করবৃদ্ধি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গত দু সপ্তাহ ধরে লেবাননে আন্দোলন চলছে। হারিরির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চলমান বিক্ষোভ-অসন্তোষের ফসল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

হারিরি টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, লেবাননে যে সংকট ও অচলাবস্থা তৈরি হয়েছে তা সুরাহা করতে এমন পদক্ষেপ প্রয়োজন। প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তিনি পদত্যাগপত্র পাঠাবেন।

তিনবারের প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের সরকার ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। চলতি কয়েক মাস ধরে লেবাননে অর্থনীতির অবনমন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গত ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপের ফোন কলে কর আরোপ ও নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করা হলে আন্দোলন শুরু হয়। পরে তা সারাদেশে গণবিক্ষোভে রূপ নেয়।

পদত্যাগের ঘোষণা লেবানন সাদ হারিরি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর