Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবা বহন করায় তিনজনের কারাদণ্ড


২৯ অক্টোবর ২০১৯ ১৯:৫৮

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবা বহন করায় চট্টগ্রামে তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আরিফুল ইসলাম (২৭), মো. ফরিদুল আলম (২১) ও রহুল আমিন (৩০)। এর আগে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল।

আরিফুলের বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার চান্দিনা গ্রামে। তার বাবার নাম শুক্কুর আলী। হাইকোর্ট বিভাগ থেকে জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক। আরিফুলকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। মো. ফরিদুল আলম (২১) ও রহুল আমিনকে (৩০) আদালত ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ফরিদুল কক্সবাজারের টেকনাফ উপজেলার নূর আহমদের ছেলে। রহুল আমিনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। রায় ঘোষণার সময় তারা দু’জন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে ফরিদুল ও রহুলকে কারাগারে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি লোকমান হোসেন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘কারাদণ্ডের পাশাপাশি তিনজনকে মাদক আইনে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে না পারলে তাদের আরও একবছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।’

মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিত তিনজন ২০১৮ সালের ২১ এপ্রিল প্রাইভেটকারে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিলেন। রহুল আমিন গাড়ি চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লোহাগাড়া থানার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেওয়া হয়। কারটি তল্লাশি করা হলে বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সরওয়ার্দ্দী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। চলতি বছরের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১০ জনের সাক্ষ্যগ্রহণ করে রাষ্ট্রপক্ষ। ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর