Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


২৯ অক্টোবর ২০১৯ ১৬:৪৮

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। তার সঙ্গীদের গুলিতেই ওই ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থলে পাওয়া দেশীয় তৈরি একটি পাইপ গান, চার রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব সারাবাংলাকে এসব তথ্য জানান। এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রকিব আরও জানান, আমরা তথ্য পেয়েছিলাম একদল ডাকাত আনন্দবাজার এলাকার চেরাগ আলীর বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযানে গেলে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এই অভিযানে তিনজন পুলিশ সদস্য ও একজন ডাকাত আহত হন। ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর