Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো ইস্যুতে সাংবাদিকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী


২৯ অক্টোবর ২০১৯ ১৬:৩৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৯:১১

ঢাকা: দীর্ঘ দিন ধরে দেশে অবৈধভাবে ক্যাসিনো পরিচালিত হয়ে এলেও কোনো গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করেনি বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এতদিন ধরে ক্যাসিনো পরিচালিত হয়ে আসছে, কই, আপনারা তো কেউ কোনো নিউজ করলেন না। ক্যাসিনো খেলার জন্য এরকম আধুনিক যন্ত্রপাতি এসেছে, আপনারা জানতে পারলেন না? আমিই তো এদের ধরার উদ্যোগ নিয়েছি। কিন্তু এতগুলো চ্যানেল আছে, আপনারা কেউ নিউজ করতে পারলেন না? আমরাই এদের ধরব, আবার আমাদেরই প্রশ্ন করবেন— সেটা তো হতে পারে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা, পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দাবি মেনে নেওয়া এবং বিসিবির একজন পরিচালকের ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক।

এসময় ক্রিকেটারদের ধর্মঘটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা হঠাৎ করেই একটা ধর্মঘট ডেকেছে। তাদের দাবি থাকলে তো জানাতে পারত। কথা নেই বার্তা নেই, হুট করে ধর্মঘট ডাকা— জীবনে শুনিনি ক্রিকেটাররা এভাবে ধর্মঘট ডাকে। পরবর্তী সময়ে তারা বোর্ডে গেছে। সে ঝামেলা মিটমাট হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশই আছে, যারা এভাবে ক্রিকেটারদের সমর্থন দেয়।

বিসিবি’র একজনের ক্যাসিনোতে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা বলেন, ক্যাসিনোর যে প্রসঙ্গ টেনে এনেছেন, সেটা বোধহয় ঠিক না। কে বাইরে কী করছে, সেটার সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক নেই। খোঁজ করলে সাংবাদিকদের ভেতরেও হয়তো ক্যাসিনোতে জড়িত কাউকে পাওয়া যাবে। তখন কী হবে? আমরা তো অভিযান চালাচ্ছি। কে কখন কিভাবে ধরা পড়বে, বলা যায় না। আমরা কিন্তু ক্যাসিনো ব্যবসায়ীদের ধরেছি। তাদের কেউ বহাল তবিয়তে আছে, সেটাও ঠিক না।

বিজ্ঞাপন

এর আগের এক সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এখন আপনারা খুঁজে দেখেন, কোথায় কী পাওয়া যাচ্ছে। কারও যদি জুয়া খেলার আকাঙ্ক্ষা থাকে, হোম মিনিস্টারকে বলেছি ট্যাক্স বসান, নীতিমালা করেন। অন্তত ট্যাক্স তো পাওয়া যায়।

জুয়ারির প্রস্তাবের তথ্য গোপন করায় জাতীয় টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আইসিসি’র শাস্তির মুখে পড়তে যাচ্ছেন— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিসিবি সবসময় সাকিবের পাশে আছে। সে (সাকিব) ভুল করেছে। আইসিসি তাকে শাস্তি দিলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে খুব বেশি কিছু করণীয় নেই

ক্যাসিনো টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর