প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
২৯ অক্টোবর ২০১৯ ১৬:১১ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৬:৩৬
ঢাকা: ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজারবাইজান সফর নিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আজারবাইজান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফর শেষে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে এক সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন।
শনিবার অন্যান্য ন্যাম নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া সফরে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইল ছবি