Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আর টোলবিহীন সেতু হবে না: প্রধানমন্ত্রী


২৯ অক্টোবর ২০১৯ ১৫:৪১ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৫:৪২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আট লেনের সেতুতে টোল দিতে হয়। তবে দেশে আর টোলবিহীন সেতু হবে না। সেবা নেবেন টোল দেবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। এছাড়া দেশের প্রতিটি নদী ধারাবাহিকভাবে ড্রেজিং করা হবে বলেও জানিয়েছেন তিনি।

একনেকের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা তদারকির জন্য নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে অনুমোদন দিয়েছেন। তবে প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকায় নতুন করে ২ একর জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। সাভারে পরমাণু শক্তি কমিশনের নিজস্ব জমিতেই এটি নির্মাণ করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন প্রকল্পের মোট ব্যয়ও কমবে। সেটি আমরা পরে বসে ঠিক করব।

মন্ত্রী বলেন, ‘আগামীতে আর কোনো থোক বরাদ্দ থাকবে না। আপ্যায়নসহ কোনো ধরনের থোক থাকবে না। আপনারা সাক্ষী নিয়ে এলে এইসব অহেতুক ব্যয়ের বিষয়ে আমি তদন্ত করব।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা চিন্তা করছেন।’

এছাড়া পর্যায়ক্রমে প্রতিটা বিভাগে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টপ নিউজ টোলবিহীন সেতু প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর