চট্টগ্রামে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজনের মৃত্যু
২৯ অক্টোবর ২০১৯ ১০:২৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১০:২৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কথিত বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে র্যাব। মৃত তিনজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য দাবি করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
সোমবার (২৮ অক্টোবর) গভীর রাত সাড়ে ৩টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছোট কুমিরা এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।