Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে নেমে লাশ হয়ে ফিরলেন তিনজন


২৮ অক্টোবর ২০১৯ ২০:৩৬

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ও এক নারী মারা গেছেন সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা গেছেন— ওই গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার নাতনি মিথিলা আক্তার (১০) ও প্রতিবেশী সাল্লেক মোল্লার মেয়ে শিউলী খাতুন (১২)।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে তিনজন বাড়ির পাশের পুকুরে গোসল করছিলেন। সেসময় পুকুরের পাড়ের একটি গাছ কাটাচ্ছিলেন দুলাল প্রামাণিক। গাছটি বৈদ্যুতিক তার ছিঁড়ে নিয়ে পুকুরে পড়ে। এতে ঘটনাস্থলেই পুকুরে থাকা তিনজনের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ সারাবাংলাকে বলেন, এ ঘটনায় পাংশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর