Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


২৮ অক্টোবর ২০১৯ ২০:০৯

ঢাকা: রাজধানীর পূর্ব জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮অক্টোবর) বেলা তিনটার দিকে পূর্ব জুরাইনের মিষ্টির দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টায় দিকে মৃত ঘোষণা করেন।

মৃত মেহদী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মোশারফ হোসেনের ছেলে। সে জুরাইন কমিশনার রোডে থাকত এবং রাজমিস্ত্রির কাজ করত।

মেহেদির সহকর্মী মাসুদ জানান, পূর্ব জুরাইনে মিষ্টির দোকান এলাকার ‘সোনিয়া ভিডিও’ নামের একটি দোকানে রাজমিস্ত্রির কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মেহেদির মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর