Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন কুমিল্লা জেলা জজ


২৮ অক্টোবর ২০১৯ ১৯:৩০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৯:৫০

ঢাকা: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আলী আকবর।

সোমবার (২৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব সৈয়দা কানিজ কামরুন নাহারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

এর আগে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো জাকির হোসেন বিচারপতি হওয়ায় ওই পদটি খালি হয়ে যায়। এরপর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা জেলা জজ মো. আলী আকবর রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর