Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলায় সেই তুফানকে জামিন দেয়নি হাইকোর্ট


২৮ অক্টোবর ২০১৯ ১৮:১৪

ঢাকা: বগুড়ার বহিস্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন দেয়নি হাইকোর্ট। জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে সোমবার (২৮ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বিজ্ঞাপন

আদালতে তুফানের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ আজিজ খান।

তুফান সরকারের বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে অভিযোগ রয়েছে। আসামি তুফান সরকারের আয়ের কোনো উৎসই ছিল না। তবুও সে আয়কর রিটার্নে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখায়। দুর্নীতি দমন কমিশন দুদকের নোটিশের পর সম্পদের সঠিক হিসাব জমা দেননি।

এর পর দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানার মামলা দায়ের করেন।

এছাড়া তুফানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছে সে।

তুফান সরকার দুর্নীতি মামলা শ্রমিক লীগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর