Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেক্সিট: আরও তিনমাস সময় পেলো ব্রিটেন


২৮ অক্টোবর ২০১৯ ১৬:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৭:০৩

ব্রেক্সিট কার্যকরের জন্য আরও তিনমাস সময় পেয়েছে ব্রিটেন। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো ব্রিটেনকে আগামী জানুয়ারি পর্যন্ত সময় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স, বিবিসি।

সোমবার (২৮ অক্টোবর) ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক টুইট বার্তায় জানান, ইইউ-এর ২৭টি দেশ লন্ডনের অনুরোধের পর ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট কার্যকরের জন্য সময় বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান সময়সূচী অনুযায়ী আগামী বৃহস্পতিবার  (৩১ অক্টোবর) ছিলো ব্রেক্সিট কার্যকরের শেষ দিন। এর আগে এ সময়ের মধ্যে ব্রেক্সিট কার্যকরে ইইউ-এর সঙ্গে চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি ব্রিটেনের আইন-প্রণেতারা। ফলে চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরের আশঙ্কা তৈরি হয়।

গত ১৯ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে এক সংশোধনীর মাধ্যমে চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরের পথ বন্ধ করে দেন আইন-প্রণেতারা। ফলে ব্রেক্সিট কার্যকরের জন্য সময় চেয়ে ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয় দফা চিঠি পাঠাতে বাধ্য হোন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

টপ নিউজ ব্রেক্সিট

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর