বক্তব্যের জন্য দুঃখিত মেনন, জবাবে খুশি ১৪ দল
২৮ অক্টোবর ২০১৯ ১৬:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৬:৫৫
ঢাকা: জাতীয় নির্বাচন নিয়ে বরিশালে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে ১৪ দলের কাছে ব্যাখ্যা দিয়েছেন। মেননের এই ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ বিষয়ে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে নাসিম বলেন, ‘মেননের বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমরা তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিলাম। মেনন ১৪ দলের কাছে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।’
নাসিম বলেন, ‘মেনন তার ব্যাখ্যায় জানিয়েছেন জাতীয় নির্বাচন সম্পর্কে ১৪ দলের মতামতের সঙ্গে মেনন সম্পূর্ণ একমত। তিনি ১৪ দলের নির্বাচন সংক্রান্ত বিশ্লেষণের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেন।’
মেনন তার জবাবে বলেছেন, ওইদিনের বক্তব্য গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই জন্য তাকে অনেকে ভুল বুঝেছেন। এই বক্তব্যের জন্য তিনি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, ১৪ দল একটি আদর্শিক জোট। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আজকে মেননের কাছ থেকে যে ব্যাখ্যাটা পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। আমি বলতে চাই, তার ব্যাখ্যার মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ১৪ দল রাশেদ খান মেনন সহ অন্যান্য শরিক দল নিয়েই অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব।’
নাসিম বলেন, ‘১৪ দল একটি আদর্শিক জোট। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ বছর ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে।’
১৪ দল মুখপাত্র বলেন, ‘আমরা সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করছি। সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। সব ক্ষেত্রে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন
মেননকে ড. কামালের ধন্যবাদ
রাশেদ খান কোনো ধর্মকে কটাক্ষ করেননি : নাসিম
মেননের বক্তব্যের ব্যাখা পৌঁছেছে নাসিমের হাতে
‘মেননের বক্তব্যের পর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া’
মন্ত্রিত্ব না পাওয়ার আক্ষেপ থেকেই এমন বক্তব্য মেননের: কাদের
১৪ দল ১৪ দলীয় জোট আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি জাতীয়-নির্বাচন টপ নিউজ মেনন রাশেদ খান মেনন