২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন
২৮ অক্টোবর ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১২:৩৯
ঢাকা: আগামী বছর ২২ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে আসছে বছরে।
সোমবার (২৮ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০২০ সালের ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিং এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণ ছুটি ১৪ দিন, নির্বাহী আদেশে ৮ দিন মিলিয়ে মোট ২২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। যদিও এরমধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এর বাইরেও মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচদিন, হিন্দুদের জন্য আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন, বৌদ্ধদের জন্য পাঁচদিন ও পার্বত্য এলাকার জন্য দুইদিন ছুটির আদেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালে সরকারি ছুটি ছিল ২২ দিন।