জানলে নিজের সামনে এই ঘটনা ঘটতে দিতাম না: ওবায়দুল কাদের
২৮ অক্টোবর ২০১৯ ১৫:১১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৭:১৮
ঢাকা: আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সভার মঞ্চ থেকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন আহমেদ চৌধুরীর স্ত্রীকে নামিয়ে দেওয়ার ঘটনা জানতেন না দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সম্মেলন শেষ হওয়ার পরই আমি এ ঘটনা জানতে পেরেছি।’ জানলে নিজের সামনে এ ঘটনা ঘটতে দেওয়া হতো না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এ ঘটনা জানার পরে বর্তমান মেয়র আ জ ম নাসির উদ্দীন তার ব্যাখ্যা দিয়েছেন। মেয়র আমাকে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কোন কোন নেতা মঞ্চে বসবেন সে ক্যাটাগরি ভাগ করা ছিল, সেখানে মহিউদ্দীনের স্ত্রীর নাম ছিল না।’
এসময় নরসিংদী সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলির পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলের পরবর্তী ওয়ার্কিং গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা হবে। অপরাধ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মাননীয় স্পিকারও খতিয়ে দেখতে পারেন।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে চলমান শুদ্ধি অভিযান নিয়ে। এবিষয়ে তিনি আবারো বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ায় দল কিংবা সরকারে কোনো ধরনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না বরং উজ্জল হবে। দলের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে দল থেকে বহিস্কার করা হবে।’
কয়েকজন সংসদ সদস্যের সম্পদের হিসাব তলব করেছে এনবিআর, এ বিষয়ে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যখন কারো বিরুদ্ধে অভিযোগ প্রামণিত হবে এবং কারো দণ্ড হবে তখন তাকে দল থেকে বহিস্কার করব। অভিযোগ প্রমাণ না হলে শাস্তি কিভাবে দেবো?’
এমপিদের বিরুদ্ধে অভিযোগে ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মনে করি না ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের সৎ সাহস প্রমাণ হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে সেটি বড় বিষয়। আমি মনে করি সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’
মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাছির
বিসিবি পরিচালক লোকমানের বিষয়ে অভিযোগ এলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয় তিনি বলেন, ‘লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোনো অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়। আমি বিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইব।’
আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত আছে। যুবলীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি তদারক করবে। আমরা দলের পক্ষ থেকে মনিটর করব। সোহরাওয়ার্দী উদ্যানে চারটি সহযোগি সংগঠনের সম্মেলন একই মঞ্চে হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।’
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গণফোরাম নেতাদের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিলে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।