আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ
২৮ অক্টোবর ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৪:৩৯
আর্জেন্টিনায় ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রিকে পরাজিত করে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলবের্তো ফার্নান্দেজ। অর্থনৈতিক সংকটের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-বামপন্থী নেতা আলবের্তো ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসি।
রোববার (২৭ অক্টোবর) রাতে ফলাফল ঘোষণার পরপরই জানা যায় আলবের্তো ফার্নান্দেজ আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
আর্জেন্টিনায় গভীর অর্থনৈতিক সংকট চলছে। দেশটিতে মূল্যস্ফীতি ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। চলতি বছর শেষে আর্জেন্টিনার অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। অর্থনৈতিক মন্দায় দেশটির এক তৃতীয়াংশ নাগরিক দারিদ্র-সীমার নিচে নেমে যায়। এমন সংকট নিরসনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি নানা উদ্যোগ নিলেও ভোটারদেরকে প্রভাবিত করতে পারেননি। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছেন আলবের্তো ফার্নান্দেজ।