দাবানল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা
২৮ অক্টোবর ২০১৯ ১৩:৪১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৩:৫৪
সমুদ্র উপকূল থেকে ধেয়ে আসা প্রচণ্ড বাতাসে দাবানল কিনকেডের তীব্রতা ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম।
এছাড়া প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার সরে যেতে বলা হয়েছে।
এ ঘোষণার পর সান্তা রোজার বিভিন্ন সড়ক পূর্ণ হয়ে যায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের গাড়ি বহরে। এছাড়া আরও কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঝাুঁকিতে রয়েছে।
দাবানলের ফলে ওই এলাকায় দেখা দিয়েছে দীর্ঘতম ব্লাক আউট। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পাওয়ার কোম্পানিগুলোও চেষ্টা করছে নতুন করে ছড়িয়ে পড়া আগুন থেকে তাদের সংযোগ লাইন বাঁচানোর। সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কায় আছে আরও কয়েক লাখ বাসিন্দা।
ক্রমেই বাড়ছে ঘরবাড়ি ছড়ে নিরাপদে সরে যাওয়া মানুষের সংখ্যা। নতুন করে সনোমা ও সান্তা রোজাও যুক্ত হয়েছে এই তালিকায়।
দাবানল কিনকেডে এরই মধ্যে সনোমা অঞ্চলের প্রায় ৩০ হাজার একর এলাকাজুড়ে ছাড়িয়ে পড়েছে।