Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবপাচার মামলায় জামিন পেল ১২ বছরের শিশু


২৮ অক্টোবর ২০১৯ ১২:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৬:২৫

ঢাকা: মানব পাচারের মামলায় কক্সবাজারের ১২ বছরের শিশুকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ অক্টোবর) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জামান আক্তার বুলবুল।

আব্দুল্লাহর আইনজীবী জানান, ২০১৪ জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মানব পাচারের মামলা করেন প্রতিবেশী নুরুল ইসলাম। ৬ আসামির মধ্যে ওই শিশুর বয়স সে সময় ছিল ৬ বছর। ২০১৮ সালের নভেম্বরে বিচারিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে আব্দুল্লাহ। পরে আদালত তাকে ৮ সপ্তাহের জামিন দেন।

ওই শিশু কক্সবাজারের রামুর এক মাদ্রাসায় ৪র্থ শ্রেণীর ছাত্র।

১২ বছরের শিশু আগাম তালিকা জামিন মানবপাচার হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর