Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৮ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক


২৮ অক্টোবর ২০১৯ ১১:৪৫

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে বাকিরা ট্রলাযোগে পালিয়ে যায়।

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইনানী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে অভিযানে গেলে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে যায়। পালানোর সময় একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পাশের ঝোঁপ থেকে আট লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মেজর মেহেদী হাসান জানান।

ইনানী ইয়াবা কক্সবাজার টপ নিউজ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর