মেননের বক্তব্যের ব্যাখা পৌঁছেছে নাসিমের হাতে
২৭ অক্টোবর ২০১৯ ২৩:০৩
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত এক চিঠিতে মেননের বক্তব্যের ব্যাখা চাওয়া হওয়া হয়েছিল। রোববার (২৭ অক্টোবর) রাতে মেননের বক্তব্যের ব্যাখা নাসিমের বাসায় পৌঁছানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সারাবাংলাকে বলেন, ‘ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেওয়া চিঠি আমরা পেয়েছি। সোমবার সকাল ১১টায় এই চিঠি নিয়ে ১৪ দল বৈঠক করবে।তার জবাবে আমরা সন্তুষ্ট কিনা এ সিদ্ধান্ত বৈঠকের পরে জানানো হবে।’
এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সারাবাংলাকে বলেন ‘১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে আমি চিঠির জবাব পৌঁছে দিয়েছি।’
চিঠির ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলে মেনন বলেন, ‘চিঠিতে কি লিখেছি সে বিষয়ে ১৪ দলের মুখপাত্রই বলবেন। আমি কিছু বলতে চাই না।’