জি কে শামীম ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দাখিল
২৮ অক্টোবর ২০১৯ ০৩:৩০ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ২২:৩৩
ঢাকা: অস্ত্র আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।
রোববার (২৭ অক্টোবর) সন্ধায় ঢাকার সিএমএম আদালতে সংশ্লিষ্ট জিআর শাখায় এ চার্জশিট জমা দেন তিনি। চার্জশিটটা সোমবার (২৮ অক্টোবর) আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
চার্জশিটভুক্ত অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিকেতনের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় জি কে শামীমের অফিসে অভিযান শুরু করে র্যাব। পরে দুপুর ১২টার দিকে একই রোডের জি কে শামীমের ১৪৪ নম্বর নিজের বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানের সময় সেখানেই অবস্থান করছিলেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ নগদ প্রায় দুই কোটি টাকা জব্দ করা হয়। শামীমের কাছে একটি অস্ত্রও পায় র্যাব।