Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিশেলসে ৫০০ ডলার আয় করতে পারবে বাংলাদেশি শ্রমিকরা


২৭ অক্টোবর ২০১৯ ১৯:৪৫

ঢাকা: পূর্ব আফ্রিকার দেশ সিশেলসে বাংলাদেশি শ্রমিকরা মাসে ৪০০ থেকে ৫০০ ডলার আয় করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।তবে দেশটিতে যেতে কত টাকা ব্যয় হবে তা স্পষ্ট করেননি তিনি। তিনি বলেন, খুবই সামান্য খরচে শ্রমিকরা সিশেলসে যেতে পারবেন। এটি কখনও লাখ বা পাঁচ লাখ টাকা হবে না।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘পূর্ব আফ্রিকার দেশ সিশেলসে বর্তমানে আড়াই হাজার শ্রমিক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। যাদের মধ্যে বেশির ভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত। এছাড়া হোটেল, ট্যুরিজম, স্বাস্থ্য সেবা, হাউজ কিপিং, কুক, ভিলা এটেন্ডেন্ট, কৃষি খামার, পোল্ট্রি খামার প্রভৃতি খাতেও বাংলাদেশি শ্রমিক রয়েছে। নতুন করে ফিশিং ও ফিশ ইন্ডাস্ট্রিজ, আর্থিক প্রতিষ্ঠান ও ট্যুরিজম খাতে বাংলাদেশি কর্মীদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।’

গত ২১ অক্টোবর সিশেলস ও বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে শ্রম বাজারসহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দ্বার উম্মোচিত হয়েছে।

মন্ত্রী বলেন, সিশেলসে শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন রিক্রুটমেন্ট এজেন্ট হিসেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্মী রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এর বাইরে কোনো প্রতিষ্ঠান সিশেলসে কর্মী পাঠাতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে সিশেলসে গমনেচ্ছু কর্মীদের উদ্দেশে বলছি, অন্য কোনো রিক্রুটমেন্ট এজেন্ট কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে সিশেলসে যাওয়ার চেষ্টা করবেন না। এমনকি কারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘কর্মী পাঠানোর ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ন্যুনতম কত টাকা দিয়ে একজন কর্মী সিশেলসে যেতে পারবেন তা আমরা ঠিক করার প্রক্রিয়ায় আছি। এ ব্যাপারে কি উপায় অবলম্বন করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে।’

সিশেলসে যেতে আগ্রহীদের যা যা লাগবে: চুক্তিপত্রে উল্লিখিত চাকুরির মেয়াদ অনুসারে বৈধ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিএমইটি কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্র বা স্মার্টকার্ড, সিশেলসের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কর্তৃক ইস্যুকৃত জিওপি (গেইনফুল ওকুপেশনাল পারমিট) যা বাংলাদেশে অবস্থিত সিশেলসে কনস্যুলেট কর্তৃক এনডোর্স করা, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট (সিশেলসের এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক সত্যায়িত) এবং আনুষাঙ্গিক অন্যান্য কাগজপত্র লাগবে।

‘জাপানে জনশক্তি রফতানি করা হবে, এ নিয়ে বিভিন্ন এজেন্সি চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, অগ্রিম টাকা নিচ্ছে’- এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘জাপানে যেতে শ্রমিকদের কোনো টাকা খরচ হবে না। জাপানে দুই ভাবে শ্রমিক পাঠানো হবে। সরকারিভাবে কর্মী পাঠাতে খরচ লাগবে না। শুধুমাত্র প্রশিক্ষণের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে। আর বেসরকারিভাবে মাত্র ১১টি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একটি এজেন্সি অনুমতি ছাড়াই একেকজনের কাছ থেকে ১০ লাখ টাকা নিচ্ছিলেন- এরকমটা জানার পর পরই আমরা তার লাইসেন্স বাতিল করেছি। এখন ১০টি এজেন্সি রয়েছে। তারা কোনো টাকা নিতে পারবেন না। তারা সার্ভিস চার্জ পাবে একেকজন কর্মীকে পাঠানোর জন্য। তারা ভাষা শিক্ষার জন্য ২০/৩০ হাজার টাকা নিচ্ছেন, সেটিও কত টাকা নিতে পারবে তা অল্প কিছুদিনের মধ্যেই ঠিক করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, জাপান যেতে সবার আগে দেশটির ভাষা শিখতে হবে। ভাষায় কমপক্ষে এন-৪ ও এন-৫ পেতে হবে। এরপর ইন্টারভিউ দিতে হবে। সেখানে পাশ করতে পারলে চার মাসের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। তবেই সে জাপান যেতে পারবেন। কাজেই কেউ আগেই কারও কাছে টাকা দিয়ে অযথা প্রতারিত হবেন না। যে ১০ এজেন্সি অনুমতি পেয়েছে তারাও আমাদের নজরদারির মধ্যে রয়েছে। যারা আমাদের নিয়ম মেনে কাজ করতে পারবেন প্রয়োজনে এ রকম আরও এজেন্সিকে জাপানে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হবে।

সৌদি আরব থেকে কর্মী ফেরত আসা প্রসঙ্গে জানতে চাইলে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘সৌদি আরব আগের চেয়ে বেশি শিক্ষিত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজেরাই কাজ করার ওপর জোর দিয়ে আসছে। তাদের অনেকেই আগের চেয়ে এখন বেশি কাজ করছে। ফলে বাইরের শ্রমিক নেওয়া তারা কমিয়ে দিয়েছে। ফলে বাংলাদেশি শ্রমিকদের অনেকেই ফিরে আসছে। আবার অনেকে ঘুরতে গিয়ে অবৈধ হয়েছে তারাও ফিরছে। আবার যারা আকামা নিয়ে গেছে মদিনাতে, কাজ করছে মক্কাতে, তারাও কিন্তু অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। ফলে তাদের ফিরতে হচ্ছে। ফেরত আসাদের নিয়ে তদন্ত করা হচ্ছে, কারা এজেন্ট ছিল, কি উপায়ে গেছে, আকামা ছিল কিনা সব খতিয়ে দেখা হবে। যাদের ব্যাপারে অনিয়ম পাওয়া যাবে, তাদেরকেই শাস্তির আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

টপ নিউজ বাংলাদেশি শ্রমিক

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর